বাংলার ঐতিহ্যবাহী পুঁথি পাঠ "সংগ্রামী সীরাত" | পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম | আব্দুল কাদের জিলানী | সাইমুম শিল্পীগোষ্ঠী




সংগ্রামী সীরাত
পাঠক: আব্দুল কাদের জিলানী
রচনা:পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম

মক্কা আলোকিত করে তুমি ভবে এলে
শুভ্র সাদা আলোর পরশ স্নিগ্ধ ছায়া মেলে।

রাসূল তোমার আগমনে শীতল মরুভূমি।
ধূলিকণা ছুঁয়ে গেল তোমার কদম চুমি।

আর
কলুষিত সমাজ মাঝে তুমি বড় হলে
আল-আমীন উপাধি এলো বিশ্বস্ত বলে।

পবিত্র চরিত্রের সাক্ষ্য সমাজ তোমায় দিল
ভালোবেসে তোমায় সবাই কাছে টেনে নিল।

আর
চল্লিশটি বছর সেথায় কেটে গেল তোমার
নবুয়্যত পাওয়ার পরেই শত্রু হল জোগাড়।

শত্রুতার নেইতো কারণ দাওয়াত প্রদান ছাড়া
থামাতে তোমায় শত ফন্দি আটল তারা।

আর
প্রতিনিধি দল আসলো শত্রু পক্ষ হয়ে
চাচার কাছে প্রস্তাব দিল তুমি যে যাও নুয়ে।

বললে তুমি  চাঁদ রবি যদি এনে দাও
রিসালাতের দায়িত্ব থেকে ক্ষান্ত হব না তাও!

আর
সংগ্রাম তোমার চললো সামনে মিথ্যা করতে দূর
সঙ্গী তোমার হতে থাকলো কাছে কিবা সুদূর।

দুর্গম কন্টক সুদূর পথ তুমি পাড়ি দিলে
ধীরে ধীরে মুক্তি-পাগল মানুষ এলো দলে।

আর
তোমার পানে প্রভুর নির্দেশ- অহি গেল আসি
প্রশংসা ইস্তেগফার তার কর রাশি রাশি।

বুঝা গেল মর্ম তার গভীর জ্ঞানও দিয়ে
দুনিয়াতে আর বেশি দিন   থাকবে না জীবন নিয়ে।

অবশেষে রবিউল আওয়ালে কাঁদিয়ে সবারে
মহাবিশ্বের রবের তরে গেলে মোদের ছেড়ে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads