তুমি আসলে যখন এই দুনিয়ায়
এই দুনিয়া বদলে গেলো
মরুভূমির ধুসর বুকে
যেন শ্রাবণ বৃষ্টি এলো ॥
তোমার নূরের আলো মেখে
জগত আলোময়
সকল গ্লানি ধুয়ে মুছে
জীবন মধুময়
মানবতার জয়গানে
পাপ দুনিয়া মুখর হল ॥
রাহ্মাতুল্লিল আলামিন তুমি উসয়াতুন হাসানা
তোমার শাফায়াত বিনে কেউ
জান্নাতে ঠাঁই পাবে না ॥
তোমার পথে এগিয়ে যাবো
পিছপা হব না
শত বাধা মুসিবতে নিরাশ হব না
অমানিশা কেটে যাবে
হাসবে প্রভাত ঝলমল ॥
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
সীরাতুন্নবী (স.)উপলক্ষে নাত "ইয়া রাসূলাল্লাহ" | Ya Rasulallah (sm:) | Shukria Album | Saimum | 2019
Saimum Shilpigosthi
0
একটি মন্তব্য পোস্ট করুন