ঘর যদি হয় পরিপাটি
সুখের ঠিকানা
মিলবে সেথা স্নেহের পরশ
মিলবে সান্তনা ॥
ঘরের বাঁধন অটুট রাখো বিশ্বাসে সম্মানে
বিনিময়ে সফলতা আসবে দোজাহানে
দু’জনাতে এক হয়ে যাও
ঘুচবে বঞ্চনা ॥
মেজাজটাকে শীতল রাখো হও কোমল ব্যবহারে
জান্নাতি সুখ অবিরত বইবে তোমার ঘরে
সহজ সরল জীবন গড়
মিটবে যন্ত্রণা ॥
আদর্শ ঘর অকাতরে সুবাস ছড়ায় সবখানে
ভালোবাসার ফল্গুধারা বহায় সকল প্রাণে
তেমনি ঘরের জন্যে সদা
করো প্রার্থনা ॥
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
একটি মন্তব্য পোস্ট করুন