কথায় কথায় গালি গালাজ
মন্দ লোকের কাজ
মন্দ লোকের মেজাজ গরম
কোন কথায় নাই যে শরম
নাই যে তাহার লাজ ।।
কথার সাথে গালি দিলে হয়না সমাধান
বরং তাতে বেড়েই চলে নিছক ব্যবধান
কথাতে যার গালি থাকে
কেউ বাসেনা ভাল তাকে
সবার কাছে হয়না আপন
কোন গালিবাজ ।।
ঝগড়া ফ্যাসাদ মান অভিমান
সবার হতেই পারে
সবাই তোমার আপনজনা
দিচ্ছ গালি কারে।
কাওকে কভু গালি দিয়ে করলে অপমান
হয়না ত লাভ কোন কিছুই বাড়েনা সম্মান
গালি ভরা কথাতে যার
সুন্দরও নয় তার ব্যাবহার
নিন্দিত সে, হোকনা তাহার
মন ভোলানো সাজ ।।
কথাঃ গাজী নয়ন ইসলাম
সুরঃ আব্দুল্লাহ আল নোমান
মন্দ লোকের কাজ কেমন হতে পারে? জেনে নেই তা শিশুদের পরিবেশনায় | Mondo Loker Kaj | Saimum Kids | 2020
Saimum Shilpigosthi
0
একটি মন্তব্য পোস্ট করুন