চিরন্তন বাস্তবতা মৃত্যুকে স্বরণ করে সাইমুমের গান "অচিন ঠিকানা" | তাফাজ্জল হোসাইন খান | আজ আছি কাল হায় | শিল্পী ইকবাল হাসান | সাইমুম শিল্পীগোষ্ঠী




আজ আছি কাল হায়
থাকবো না এ ধরায়
যেতে হবে অজানা অচিন ঠিকানায় ॥

ছেড়ে যেতে প্রিয়জন মন কেনো মানে না
সে বিরহে কাঁদে অন্তর
অ্যালবামে শত ছবি
স্মৃতি হয়ে রবে সবি
সেলফির ছবিগুলো অশ্রু ঝরায় ॥

যেতে হয় হবে যেতে নেই যার ব্যত্যয়
এ ধরাতে নেই কিছু অব্যয় অক্ষয় ॥

থেমে যাবে জীবনের সব হাসি কান্না
ভেঙ্গে যাবে এই খেলাঘর
বহুদূরে মঞ্জিল সংশয়ে কাঁপে দীল
প্রভু তুমি থেকো পাশে
অন্তিম এ যাত্রায় ॥

কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads