ঐ আকাশ পাহাড় নদী
সাগরের নীল জলধী নিরবধি
গায় তোমারি গান
সবুজ ঐ গাছ গাছালি
হাজারো পাখ পাখালি নিরবধি
গায় তোমারি গান
আমি মুগ্ধ চোখে পরম সুখে
জুড়াই মন ও প্রাণ ॥
যখনই দৃষ্টি ছড়াই বসন্তে
অপরূপ ফুলের হাসির
ঢেউ খেলে যায় দিগন্তে
কোকিলের মিষ্টি কুহুতান
সবি তোমার অবদান ॥
নেয়ামত দমে দমে অগণন
ভাবে না হতভাগা কঠিন মন ॥
যখনি সোনালি ধান প্রান্তরে
বাতাসে ঢেউ খেলে যায়
লাগে দোলা অন্তরে
এভাবেই অন্ন করো দান
তোমার দয়া অফুরান ॥
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
মুগ্ধকরা কথা ও সুরে চমৎকার গান "ঐ আকাশ পাহাড় নদী" | Oi Akash Pahar | Sukria Album | Saimum | 2019
Saimum Shilpigosthi
0
একটি মন্তব্য পোস্ট করুন