বনভোজনের সেরা গান | শহর থেকে একটু দূরে | সাইমুম শিল্পীগোষ্ঠী | শিক্ষাসফরের জনপ্রিয় গান | নভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন




অ্যালবাম : শুকরিয়া
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান 

শহর থেকে একটু দূরে
যান জটেরই ঘাট পেরিয়ে
সবুজ শ্যামল বন
চোখ জুড়ানো মন ভোলানো
প্রীতি বনভোজন ॥

বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন
গাছের ছায়ায় লতায় পাতায় আড্ডা দেয়ার দিন
খুশির জোয়ার দিকে দিকে
উথাল পাথাল মন ॥

পাখ পাখালি বন বনানী রূপের সীমা নাই
বটের ছায়ায় রাখালিয়া বাঁশরী বাজায়
পাখির কুহুতানে শুনি
সুরের গুঞ্জরণ ॥

এই দুনিয়ার সরাইখানায় আমরা মুসাফির
রঙ তামাশার নেশায় পড়ে হইও না অধীর
শূন্য হাতে ফিরতে হবে
রাখিও স্মরণ ॥

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads