সাইমুমের কিশোর শিল্পীদের কণ্ঠে নতুন গান | হাজার দেশের এই পৃথিবী | সাইমুম কিশোর বিভাগ

 


হাজার দেশের এই পৃথিবী কথা: রেজাউল করিম সুর: জুলকারনাইন বাহলুল ------------------------------------- ******** লিরিক্স ******** হাজার দেশের এই পৃথিবী হাজার নদী গ্রাম তারই মাঝে ছবির মত এক দেশ আছে সে আমার বাংলাদেশ বাংলাদেশ তার নাম ॥ এইখানে সবুজ বনানী মাটি ছুঁয়ে মায়ের দুধের মত রুপালি নদী যায় বয়ে সেই নদী ঘিরে গড়ে উঠেছে একটি দেশ ॥ এইখানে কিষাণ কিষাণী মিলে মিশে সহযোগী হয়ে ফসল ফলায় বারো মাসে সেই ফসল তুলে সুখে থাকে যে একটি দেশ ॥

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads