আলহামদুলিল্লাহ, বহুল আকাঙ্ক্ষিত সাইমুমের সেই মায়ের গান রিলিজ হলো | সাইমুম বার্তা



সাইমুম শিল্পীগোষ্ঠীর নতুন মায়ের গান "আদরিনি মা" রিলিজ হলো আজ, যার জন্য হাজারো দর্শক অপেক্ষায় ছিলেন।
গানটির কথা এ কে জিলানী, সুর রুম্মান হোসাইন, শিল্পী এ কে জিলানী, গানটি রিলিজ হয় সাইমুম শিল্পীগোষ্ঠীর ইউটিউব চ্যনেলে

আদরিনি মা
কথা ও কণ্ঠ: এ কে জিলানী
সুর: মো: রুম্মান হোসাইন
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী
https://youtu.be/4OyfbHlQdhA



আদরিনী মা | Adorini Ma কথাঃ এ কে জিলানী সুরঃ মো: রুম্মান হোসাইন ------------------------------------- ******** লিরিক্স ******** এখন আর কেউ বলেনা ভোর হলো জেগে ওঠো এখন আর কেউ বলেনা ঘুমিয়ে কেন থাক স্নেহ ভালবাসা দিয়ে আর তো জড়ায়না সে আমার মা আদরিনী মা সে আমার মা স্নেহময়ী মা একটু ব্যথা পেলে আমি খেলার ছলে মনে পড়ে বুক ভাসাতে দুই নয়নের জলে স্মৃতিগুলো মনে পড়ে ঘুমতো আসেনা সে আমার মা আদরিনী মা সে আমার মা স্নেহময়ী মা কষ্ট দিয়েছি মা আমি তোমায় কত আদরের চাদরে তাও আগলে রাখতে শত নিমিষেই ভুলে যেতে সকল বেদনা সে আমার মা,আদরিনী মা সে আমার মা স্নেহময়ী মা

--------------------------------------------------

SONG: ADORINI MA LYRIC & SINGER: A K JILANI TUNE: MD. ROMMAN HOSSAI AUDIO: HEAVEN TUNE STUDIO AUDIO COMPOSER: SALMAN SADIK SAIF GFX: FAISAL AHMED, NAZMUL ISLAM VIDEO DIRECTOR: H AL HADI MANAGEMENT: TALHA JUBAER SAYEED SUMON JAHEDUL ISLAM ATAUR RAHMAN HADIUZZAMAN BULBUL MORSHEDUL ISLAM NIAMUL HOSSAIN OMAR FARUQ ABIR IT MANAGEMENT: FAISAL AHMED SAIFUL ISLAM SPECIAL THANKS: SALAH UDDIN AYUBI RASHEDUL ISLAM HAFEZ MUZAHIDUL ISLAM & ALL EX. DIRECTOR OF SAIMUM ASS.DIRECTOR: ATIK TASHRIF DIRECTOR: ABDULLAH AL NOMAN LABEL: SAIMUM SHILPIGOSTHI

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads