সাইমুমের কিশোর শিল্পী রাআদ ইজামার কণ্ঠে চমৎকার ইসলামিক গান "যদি কথা দাও বন্ধু"

 



শিল্পী: রা'আদ ইজামা
কথা: মোকাররম হোসাইন
সুর: দিদারুল ইসলাম।
--------------------------

******** লিরিক্স ********

যদি কথা দাও বন্ধু
দ্বীনের পথে দৃঢ় থাকবে
যদি কথা দাও দ্বীন কায়েমে
অগ্রনী ভূমিকা রাখবে
তবে তোমাকেই গান শুনাবো
যে গানে হৃদয়টা জাগবে।

আমার গানে যদি তোমার প্রাণেে
ঈমানী দ্বীপ্তি ছড়ায়
আমার সুরে যদি সবার মনে
জিহাদী প্রেরণা জোগায়।
তাহলে আমার এ কন্ঠ
আন্দোলনের কাজে লাগবে।

আমার এ গান যদি জাগাতে পারে
মুক্তির নব চেতনা
আমার এ সুর যদি ভোলাতে পারে
আঘাতের শত বেদনা।
তাহলে আমার এ কন্ঠ
সকল বাধাকে রুখবে।



Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads