শিল্পীর তুলিতে মল্লিক ২০২১ |
আসসালামু আলাইকুম, প্রিয় প্রতিযোগী ভাই ও বোনেরা!
সাইমুম শিল্পীগোষ্ঠী
কর্তৃক আয়োজিত কবি মতিউর রহমান মল্লিক এর স্মরণে ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি প্রতিযোগিতা
শিল্পীর তুলিতে মল্লিক নিয়ে প্রিয় প্রতিযোগিদের মনে যত প্রশ্ন উদয় হয়েছে, তার সকল প্রশ্নের
উত্তর দেওয়া হয়েছে এই ব্লগে।
প্রতিযোগিদের থেকে যেসকল প্রশ্ন আমরা ইতিমধ্যে পেয়েছি, তার উত্তর নিচে দেওয়া হলো…
কোনো ধরণের ফন্ট ব্যবহার করা যাবে না মানে?
আমরা বর্তমানে অনেক স্টাইলিস্ট বাংলা ফন্ট দেখি যার মাধমে
অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এটা যদি হয়, তাহলে অনেকে সেই ফন্ট দিয়ে লিখে দেই,
তাহলে তার কোন প্রতিভা প্রকাশ পেলো না, আমরা চাই প্রতিটি প্রতিযোগির প্রতিভা দেখতে,
তাই আমরা কোন ফন্ট দিয়ে ডিজাইন গ্রহন করি না।
দ্বিতীয়ত, তাহলে আপনারা কিভাবে ফন্ট ছাড়া ডিজাইন করবেন, আপনারা গ্রাফিক্স প্যাড, ফটোশপ,
ইলাস্ট্রাটরে নিচের ডিজাইনের মতো করে করবেন, এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারেন।
হাতে লিখলে
টাইপোগ্রাফি হবে কেন? শুধু ক্যালিগ্রাফি বললে চলত
আসলে ক্যালিগ্রাফি বলতে আমরা যেই জিনিসটা প্রথমে বুঝি তা হলো আরবি যে ডিজাইন গুলা দেখি আমরা তাই, আর আমরা বুঝাতে চাচ্ছি যেটা আপনি হাতে ডিজাইন করবেন রংতুলি ইত্যাদি ব্যবহার করে ঐটা ক্যালিগ্রাফি, আর যেটা আপনি ডিজিটাল ডিভাইস যেমন, ফটোশপ ইলাস্ট্রাটর সহ অন্যান্য সফটার ব্যবহার করে করবেন তা টাইপোগ্রাফি।
যাই লিখেন না
কেন, যে কোনো একটা ফন্টে তো পড়ে যাবে?
ফন্ট মিলার বিষয়টা ঠিক তখনই আসে, যখন আপনি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে করার চিন্তা করবেন। এই জন্যই আমরা বলেছে যে পেন টুল, ব্রাশ টুল ইত্যাদি ব্যবহার করে করবেন। তাহলে মিলবেনা আশাকরি, আর যদি মিলে যায় আমরা আপনাকে জানাবো যে আপনার ডিজাইনটি ফন্টের সাথে মিলে গেছে।
কোনো ফন্ট
follow না করলে কিভাবে সম্ভব,,, আর সাইজ কত হতে হবে??
ক্যানভাসে করা
যাবে কিনা?
আপনি সরাসরি ফন্ট ব্যবহার না করে অ্যাডবির সফটওয়্যার বা অন্য সফটওয়্যার ব্যবহার করে করতে পারেন পেন টুল,শেপ, ব্রাশ ইত্যাদি ব্যবহার করে করতে পারেন।
ডিজাইনের নির্দিষ্ট কোন সাইজ নেই, তবে আপনি চাইলে স্ট্যান্ডার্ড মানের সাইজ নিতে পারেন, গুগল থেকে সার্চ করে তা দেখে নিতে পারেন
জী
ক্যানভাসেও করা যাবে।
মেয়েরা অংশ
নিতে পারবে? আর ফন্টের বিষয়টা ক্লিয়ার করলে ভালো হয়
জী পারবে, আমাদের শর্তের মধ্যে আছে সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে।
আসলে
ক্যালিগ্রাফি বলতে আমরা যেই জিনিসটা প্রথমে বুঝি তাহলো আরবি যে ডিজাইন গুলা দেখি
আমরা তাই, আর আমরা বিঝাতে চাচ্ছি যেটা আপনি হাতে ডিজাইন করবেন রংতুলি ইত্যাদি
ব্যবহার করে ঐটা ক্যালিগ্রাফি, আর যেটা আপনি ডিজিটাল ডিভাইস
যেমন, ফটোশপ ইলাস্ট্রাটর সহ অন্যান্য সফটার ব্যবহার করে
করবেন তা টাইপোগ্রাফি।
এটা কি কাগজে
আঁকতে হবে? নাকি ইলাস্ট্রেশন? জানালে ভালো হত।
দুইটাতেই পারবেন, তবে কাগজের ক্ষেত্রে আর্ট পেপারে করবেন । এছাড়া আপনি যে কোনটা ব্যবহার করে আঁকতে পারেন।
যে ফন্টে লিখবে সেটা তো কোন না কোন ফন্টের সাথে মিলে যেতে পারে
ফন্ট মিলার বিষয়টা ঠিক তখনই আসে, যখন আপনি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে করার চিন্তা করবেন। এই জন্যই আমরা বলেছে যে পেন টুল, ব্রাশ টুল ইত্যাদি ব্যবহার করে করবেন। তাহলে মিলবেনা আশাকরি, আর যদি মিলে যায় আমরা আপনাকে জানাবো যে আপনার ডিজাইনটি ফন্টের সাথে মিলে গেছে।
ফন্ট ব্যবহার
করা যাবে না মানে?
আসলে ক্যালিগ্রাফি বলতে আমরা যেই জিনিসটা প্রথমে বুঝি তাহলো আরবি যে ডিজাইন গুলা দেখি আমরা তাই, আর আমরা বিঝাতে চাচ্ছি যেটা আপনি হাতে ডিজাইন করবেন রংতুলি ইত্যাদি ব্যবহার করে ঐটা ক্যালিগ্রাফি, আর যেটা আপনি ডিজিটাল ডিভাইস যেমন, ফটোশপ ইলাস্ট্রাটর সহ অন্যান্য সফটার ব্যবহার করে করবেন তা টাইপোগ্রাফি।
এটা কি ডিজিটাল
ক্যালিগ্রাফি করা যাবে?
জী, করা যাবে।
ডিজিটাল |
ভাইয়া
প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবে?
জী পারবে, আমাদের শর্তের মধ্যে আছে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবে।
এটা কি
খাতা কলমে করা যাবে?? পরে ছবি তুলে পাঠিয়ে দিলাম
একটা কথা আপনার মাথায় রাখতে হবে যে, এটা একটা প্রতিযোগিতা এখানে অনেক ভালো ভালো প্রতিযোগী অংশগ্রহণ করবে ভালো মানের ডিজাইন নিয়ে এক্ষেত্রে যদি আপনি খাতা কলমে করেন তাহলে অনেক পিছিয়ে পরবেন। সুতরাং কাগজের ক্ষেত্রে আর্ট পেপারে করতে পারলে ভালো হবে আশাকরি বুঝতে পেরেছেন।
ক্রেস্ট,
সনদ,বই এগুলো কিভাবে পৌছানো হবে?
জী, ক্রেস্ট, সনদ,বই এগুলো প্রতিযোগিতার পরে বিজয়ীর সাথে যোগাযোগ করে তিনি যে মাধ্যমে সহজে পাবেনু, সেভাবেই দেওয়া হবে।
এখানে শর্তে
লেখা যে কোনো রকম ফন্ট ইউজ করা যাবে না । ফন্ট
ছাড়া ক্যালিগ্রাফি কিভাবে করে
আমরা বর্তমানে অনেক স্টাইলিস্ট বাংলা ফন্ট দেখি যার মাধমে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এটা যদি হয়, তাহলে অনেকে সেই ফন্ট দিয়ে লিখে দি, তাহলে তার কোন প্রতিভা প্রকাশ পেলো না, আমরা চাই প্রতিটি প্রতিযোগির প্রতিভা দেখতে, তাই আমরা কোন ফন্ট দিয়ে ডিজাইন গ্রহন করি না।
দ্বিতীয়ত, তাহলে আপনারা কিভাবে ফন্ট ছাড়া ডিজাইন করবেন, আপনারা গ্রাফিক্স প্যাড, ফটোশপ, ইলাস্ট্রাটরে নিচের ডিজাইনের মতো করে করবেন, এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারেন। নিজের স্বরচিত
কবিতা পাঠানো যাবে ভাই
না, কারণ পোস্টারে স্পষ্ট করে বলা আছে কবি মল্লিকের গান অথবা কবিতার চরণ নিয়ে লিখতে হবে
ডিজিটাল ক্যালিগ্রাফি নাকি সহস্তে অংকনকৃত ক্যালিগ্রাফি
করতে হবে?
আপনি যেটা ইচ্ছা পাঠাতে পারেন, তাতে কোন সমস্যা নেই,
এখানে কি
ক্যালিগ্রাফি ফটো তুলে মেইল করতে হবে? ক্যালিগ্রাফির ধরণ সম্পর্কে জানতে পারলে ভালো
হতো।।
জী মেইল করতে হবে, আর আপনি অনলাইনে একটু খোঁজাখুঁজি করলে বুঝতে পারবেন
google search |
অংশগ্রহন
করতে চাই,, করণীয় কি,?
জী, আপনি আমাদের প্রতিযোগিতার পোস্টারটি দেখতে পারেন, সেখানে বিস্তারিত লেখা আছে।
এটা কি
ডিজিটাল ক্যালিগ্রাফি করা যাবে?
জী করা যাবে।
ক্যালিগ্রাফি /টাইপোগ্রাফি কিসের মধ্যে করতে হবে? মানে ক্যানভাসে নাকি যে কোন পেপারে?
আপনি চাইলে ক্যানভাসে ও করতে পারেন অথবা আর্ট পেপারে বা ডিজিটাল। যেটা আপনার ইচ্ছা। আমরা ডিজিটাল এবং হাতে করা দুইটাই নিচ্ছি।
পুরো ক্যালিগ্রাফির শেষে কবির নাম উল্লেখ্য করা লাগবে কিনা?
কবির নাম উল্লেখ করা বাধ্যতামূলক না, তবে আপনি দিতে পারেন, এটা ভালো হবে।
ডিজাইন
করার পর যদি পর্যাপ্ত স্পেস না থাকে, এবং কিছু অংশ বাকি থাকে
তাহলে ঐ লেখাটা কি আমি ফন্ট দিয়ে লেখতে পারবো কিনা?
জী
পারবেন, তবে শুধু আপনার ডিজাইনটাকেই মূল্যায়ন করা হবে।
পেজ
সাইজ কত নিবো??
ডিজাইনের
নির্দিষ্ট কোন সাইজ নেই, তবে আপনি চাইলে স্ট্যান্ডার্ড মানের সাইজ নিতে পারেন, গুগল থেকে সার্চ করে তা দেখে
নিতে পারেন
ক্যালিগ্রাফির জন্য কি কোনো নির্ধারিত বিষয় রয়েছে ?
পাঠানোর নিয়ম & লাস্ট ডেট কবে ?
লেখা পাঠানোর নিয়মঃ saimumoffice@gmail.com এই মেইলে আপনার ডিজাইনের পিকচার পাঠাতে হবে এবং সাথে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে হবে। সাবজেক্টে লিখবেন শিল্পীর তুলিতে মল্লিক
লাস্ট ডেটঃ ২৫ আগস্ট ২০২১
গান পাঠতে পারবো??
জি, আপনি গানের যেকোন অংশ দিয়েও করতে পারেন
কি
ভাবে পাঠাব?
saimumoffice@gmail.com এই মেইলে আপনার ডিজাইনের পিকচার পাঠাতে হবে এবং সাথে আপনার নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে হবে। সাবজেক্টে লিখবেন শিল্পীর তুলিতে মল্লিক
ক্যালিগ্রাফি
আর টাইপোগ্রাফি কি আলাদা আলাদা বিচার হবে???
না, একসাথে বিচার হবে
ইমেইলে
শুধু ইমেজ পাঠাবো নাকি পিএসডি ফাইল পাঠাবো?
আপনি চাইলে দুইটাই পাঠাতে পারেন, তবে বিচারকরা ইমেজ দেখে বিচার করবেন,পরবর্তীতে আমরা পিএসডি ফাইলটি নিয়ে নিবো।
আরবী
ক্যালিগ্রাফি দেওয়া যাবে?
যদি কবি মল্লিকের কোন আরবি গান বাঁ কবিতা থেকে হুবহু দেন তাহলে হবে, ভাষা পরিবর্তন করে দিলে হবে না
এক
আইডি থেকে আমি এবং আমার বোন দুজনে দিতে চাই, এক্ষেত্রে কি করবো ?
জি পারবেন, তবে নাম এবং নাম্বার আলাদা আলাদা লিখে দিতে হবে।
আমি
কাগজে এঁকে ইলাস্ট্রেশান করেছি আমারটা হবে?
জি হবে।
প্রটিযোগিতার সকল প্রশ্নের উত্তর নিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর লাইভটি দেখতে ছবিতে ক্লিক করুন
আপনার যদি কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে করতে পারেন, আমরা উত্তর দিয়ে দিব।
জাযাকাল্লাহ
উত্তরমুছুনএকটা জমা দিয়েছি তাড়াহুড়া করে। সময় বাড়ানোর পর মনে হচ্ছে আরো ভালো দিতে পারতাম। আরেকটা দিতে পারবো কি?
উত্তরমুছুনআসসালামু আলাইকুম, পোষ্টারে লেখা আছে" শিল্পির তুলিতে মল্লিক" আবার কম্পিটারেও করা যাবে।তাহলে বিচারক কিভাবে বিচার করবে? হাতের কাজ আর কম্পিউটারের এক হবেনা। এ বুঝতে পারলামনা
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন