সাইমুম শিল্পীগোষ্ঠী কর্তৃক আয়োজিত কবি মতিউর রহমান মল্লিক স্মরণে "শিল্পীর তুলিতে মল্লিক" ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি প্রতিযোগিতা-২০২১ এর সেরা দশের নাম ঘোষণা করেছে।
সাইমুম শিল্পীগোষ্ঠী ফেসবুক লাইভে এসে সেরা দশ জনের নাম ঘোষণা করেছে।
সেরা দশ জনের মধ্য থেকে সেরা ৫ জনকে বাছাই করার জন্য ১০ মার্কস দর্শকদের হাতে তুলে দিয়েছে সাইমুম শিল্পীগোষ্ঠী।
সাইমুম শিল্পীগোষ্ঠী তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে একটি পোল তৈরি করেছেন ভোট গ্রহনের জন্য, আর এর মধ্য থেকে যারা বেশি ভোট পাবে তাদেরকে পারসেন্টেস এর ভিত্তিতে এই দশ মার্কস দেওয়া হবে।
নাম্বার বিন্যাসঃ
বিচারক মন্ডলী ৪০ নাম্বার
অনলাইন ভোটিং ১০ নাম্বার
মোটঃ ৫০ নাম্বার।
বি.দ্রঃ ভোট চলবে আগামী মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত। আপনার পছন্দের ডিজাইনটিতে ভোট প্রদান করুন। জাযাকুমুল্লাহ।
এবং এই দশ মার্কস ও আগের ৪০ মার্কস এর মধ্যে যে যত নাম্বার পাবে তার যোগ করে যে ৫জন প্রতিযোগী বেশি মার্কস পাবে, তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে।
সেরা দশ জনের নাম এলোমেলো আকারে দেওয়া হলো।
#সেরা_১০
- হাফসা রহমান ঐশী
- মোঃ রাশেদ আলম
- আয়শা বিনতে রূহ
- তাওসিফ মাহমুদ
- সুমাইয়া বিনতে মোশাররফ
- সায়েদুল ইসলাম
- ইয়ামিন আলামিন
- সাদিয়া বিনতে আলম
- সাজিদুল ইসলাম সাজিদ
- ইমরান ইসলাম আশরাফি
সকলের জন্য শুভকামনা রইলো সাইমুম বার্তার পক্ষ থেকে।
অভিনন্দন সাইমুম শিল্পীগোষ্ঠীকে।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন