(০১)
সারা বাংলার গ্রামে গঞ্জে
শহরে নগরে উপকন্ঠে
চির গৌরব নব যৌবন
জেগে উঠে যেন নব ছন্দে_||
জনতা সাগরে আষাঢ়
জোয়ার ডাকে বান
প্রতি প্রাণে প্রাণে
দৃঢ় চেতনার জাগে গান
জাগে অনল প্রবাহ জাগর প্রদাহ
আলো আঁধারের চির দ্বন্দ্বে_||
রোদের সাহসে আকাশের
মেঘ কেটে যায়
চলার আবেগে নদী সে
মোহনা খুঁজে পায়
পায় অজানা অচেনা পথের ঠিকানা
পাখিও গতির অনুষঙ্গে --||
কথা ও সুরঃ কবি মতিউর রহমান মল্লিক।
-------------------------------------------------------------------------------------------
(০২)
এসো গাই আল্লাহ নামের গান
এসো গাই গানের সেরা গান
তনুমনে তুলবো তুমুল
তূর্য তাল ও তান ॥
পাখনা মেলে উড়লে পাখি
গায় কি ও নাম ডাকি ডাকি
আকাশ নীলে মেঘের ভেলা
নিত্য চলমান ॥
ঢেউ সে দুলে দুলে বুঝি
সাত সাগরে বেড়ায় খুঁজি
ওই নামেরই অরূপ রতন
হীরা ও কাঞ্চন ॥
মাঠে মাঠে বনে বনে
সবুজ সবুজ আলাপনে
ওই নামেরই আলোকধারা
জমিন ও আসমান ।।
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
-------------------------------------------------------------------------------------------
(০৩)
গান আমার কাঁদেরে
প্রান আমার কাঁদেরে
আজ কাঁদে মানুষের মুক্তি চেয়ে,
জীবনের স্বস্তি চেয়ে..!
কেনো মানুষে মানুষে ভেদাভেদ?
কেনো উঁচু-নিচুর এতো বিদ্বেষ-জেদ?
হৃদয়ের ব্যাথা ভার, সমাজের হাহাকার আজ শুধু
ফেলিছে আকাশ ছেয়ে!
ফেলিছে বাতাস ছেয়ে!
কেনো হানাহানি চলে বিশ্বময়?
কেনো সত্যের আজ-ও ঘটে পরাজয়?
রাত বাড়ে মাজলুমের, দুঃসহের নির্ঘুমের হায় হায়রে
হতাশার চাবুক খেয়ে,
নিরাশার আঘাত পেয়ে…
কেনো সুখের সুদিন আজ-ও আসেনা?
কেনো ফুলের মতো মানুষ হাসে না?
বেদনার অশ্রু বয়, যাতনার অশ্রু বয়, বয় কেনো?
গরীবের দু'চোখ বেয়ে,
দুঃখীদের দু'চোখ বেয়ে..?
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
-------------------------------------------------------------------------------------------
(০৪)
প্রশংসা সবি কেবল তোমারি
রাব্বুল আলামিন।
দয়ালু মেহেরবান, করুণা অফুরান।
আর কেউ নয় তুমি মালিক
শেষ বিচারের দিন।।
কেবল তোমারি করি ইবাদাত
কেবল তোমারি চাহি নিয়ামত।
দাও দিশা দাও, সরল পথের
রিসাত মোস্তাকিম।।
যাদের উপরে করেছো রহমত,
পেয়েছে তোমার অশেষ মোহাব্বত।
তাদের সে পথ, দাও আমাদের
দাওগো তোমার দ্বীন।।
যাদের উপরে দিয়েছো গজব,
নাযিল করেছো দিয়েছো আজাব।
তাদেরি ভাগ্য দিওনা মোদের,
হে অসিম সীমাহীন।।
কথা ও সুরঃ মতিউর রহমান মল্লিক
-------------------------------------------------------------------------------------------
(০৫)
যদি কেউ বুঝে থাকো মুসলিম মরে গেছে
যদি কেউ ভেবে থাকো ইসলাম ডুবে গেছে
ভুল ভুল ভুল বন্ধু ভুল বুঝেছো
ভুল ভুল ভুল বন্ধু ভুল ভেবেছো।
ফিরে আসে মুছতে আধাঁর
জিহাদের দিন যদি আবার
থাকবেনা কেউ মাথা তোলার
সাড়া জাগাবার
ভুল ভুল ভুল।।
সর্বহারার দীর্ঘ নিশ্বাস
ভরবে আকাশ ভরবে বাতাস
গরীব দুখী রইবে নিরাশ
পাবেনা আশ্বাস
ভুল ভুল ভুল।।
সারা জীবন মজলুম হেথায়
সইবে জুলুম সইবে অন্যায়
খেলাফত আর পাবেনা হায়
কাঁদবে বেদনায়
ভুল ভুল ভুল।।
কারবালাতে ইমাম হোসেন
ধুলীর সাথে মিশে গেছেন
বালাকোটে বেরলভীও
ব্যর্থ হয়েছেন
ভুল ভুল ভুল।।
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক।
-------------------------------------------------------------------------------------------
(০৬)
একজন মুজাহিদ কখনো বসে থাকে না
বসে থাকে না
যতই আসুক বাধা
যতই আসুক বিপদ
ভেঙে পড়ে না॥
অর্থ-বিত্ত নাইবা থাকলো তার
নাইবা থাকলো সাজানো সম্ভার
তবুও সে হয় না হতাশ
মুষড়ে পড়ে না॥
একজন মুজাহিদ জীবনের ধ্রুব সত্য জানে
তাই অবিরাম ছুটে চলে সঠিক লক্ষ্য পানে
সামনে থাকলো হাজার পাহাড় তার
দুশমন হলো না হয় বেশুমার
তবুও সে চলতে থাকে
থমকে দাঁড়ায় না॥
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
একটি মন্তব্য পোস্ট করুন