প্রকাশিত হলো সাইমুমের বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত নাতে রাসুল সালামুন আলাইকা, গানটির কথা ও সুর সাইমুম শিল্পীগোষ্ঠীর বর্তমান পরিচালক আব্দুল্লাহ আল নোমান এবং গানটি প্রকাশিত হয়েছে সাইমুম শিল্পীগোষ্ঠীর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন, শিল্পী আব্দুল্লাহ আল নোমান, শিল্পী আতিক তাশরীফ, শিল্পী এ কে জিলানী, শিল্পী সাঈদ সুমন, শিল্পী আতাউর রহমান, শিল্পী হাদিউজ্জামান বুলবুল, শিল্পী জাহিদুল ইসলাম, শিল্পী মোরশেদুল ইসলাম, শিল্পী ফয়সাল আহমেদ। গানটিতে অভিনয় করেন মাহবুব মুকুল, কাউসার আহমেদ, তালহা জুবায়েরসহ আরো অনেকে।
গানটির অডিও কম্পোজিশন করেন পারভেজ জুয়েল, ভিডিও এডিট এবং ফিল্ম ডিরেক্টর ছিলেন এইস আল হাদী।
গানটি কলার টিউন হিসেবে সেট করতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।
GP - WT(space) 10554062 & send to 24000
Airtel - CT(space) 10554062 & send to 23123
Robi - get(space) 10554062 & send to 28466
Banglalink - down10554062 & send to 22222
------------------------------------------------------------------
গানটি দেখতে পারেন নিচের লিঙ্কে…
লিরিক্স
সালামুন আলাইকা
কথা ও সুর: আবদুল্লাহ আল নোমান
-------------------------------------
******** লিরিক্স ********
اِنَّ اللّٰهَ وَ مَلٰٓئِکَتَهٗ یُصَلُّوۡنَ عَلَی النَّبِیِّ یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا صَلُّوۡا عَلَیۡهِ وَ سَلِّمُوۡا تَسۡلِیۡمًا
সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ সালামুন আলাইকা ইয়া নাবি আল্লাহ সালামুন আলাইকা ইয়া রাসুল আল্লাহ সালামুন আলাইকা ইয়া হাবিব আল্লাহ
অবুঝ হয়েও দুগ্ধ পানে শেখালে সমতা তুমি অন্ধ যুগেও জাহেলরা তোমায় দিলো উপাধি আলামিন কালেমার দাওয়াত যখন দিলে শত্রুতে পরিণত তখন হলে পাথরের আঘাতে রক্ত ঝরিয়েও উম্মাতি উম্মাতি দোয়া করলে
ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া খতামান নাবিয়্যিন ইন্নাকা লা আলা খুলুকিন আজিম ইয়া আম্বিয়া আল মুরসালিন
মক্কাতে জন্ম নিয়ে তুমি মদিনায় হিজরত অত্যাচারে পিছন তাকিয়ে অশ্রু চোখে আসবে ফিরে দোয়া করলে দাওয়াতি দ্বীন প্রচার করে জয় করে মদিনা মক্কা ফিরে কারো প্রতি প্রতিশোধ না নিয়ে সকলকে অকাতরে ক্ষমা করলে
একটি মন্তব্য পোস্ট করুন