প্রকাশিত হলো সাইমুম শিল্পীগোষ্ঠীর "লা তুশরীক বিল্লাহ" অ্যালবামের " আঁধার শেষে" গানের প্রোমো

 প্রতিনিয়ত সাইমুম শিল্পীগোষ্ঠী নতুন নতুন অ্যালবাম এবং গান উপহার দিয়ে আসছে দর্শকশ্রোতাদের।তারই ধারাবাহিকতায় সাইমুমের নতুন অ্যালবাম "লা তুশরীক বিল্লাহ" এর দ্বিতীয় গান "আঁধার শেষে" প্রকাশিত হয়েছে।


উক্ত অ্যালবামের প্রথম গান "সালামুন আলাইকা" ইতিমধ্যে দর্শকশ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।
যা দেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলো রিপোর্ট করেছে।
নিম্নে সোর্স লিঙ্ক দেওয়া হলো।
নিউজ লিঙ্ক 

গত ৩ ডিসেম্বর সাইমুম শিল্পীগোষ্ঠী তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে গানের প্রোমোটি রিলিজ করেছে। গানটি খুব শীঘ্রই দর্শকশ্রোতারা পেয়ে যাবেন বেলা আশাকরছে। গানটি দেখতে চোখ রাখুন সাইমুমের ইউটিউব চ্যানেলে।

#আঁধার_শেষে গানের প্রোমো
শিল্পীঃ Abdullah Al Noman
কথা ও সুরঃ তাফাজ্জল হোসাইন খান
ডিরেক্টরঃ এইচ আল হাদি
চোখ রাখুন সাইমুমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads