প্রকাশিত হলো সাইমুম শিল্পীগোষ্ঠীর সঙ্গীত বিভাগের নতুন গান "জুময়া"


প্রকাশিত হলো সাপ্তাহিক জুম্মা বারকে নিয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর সঙ্গীত বিভাগের নতুন গান "জুময়া"।
গানটির কথা লিখেছেন মাহফুজুর রহমান আখন্দ সুর করেছেন আব্দুস শাকুর তুহিন।
গানটি প্রকাশিত হয়েছে গত ০৭ জানুয়ারি ২০২২ সাইমুমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।




জুময়া | Jumuah
কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: আব্দুস শাকুর তুহিন
-------------------------------------
******** লিরিক্স ********
বৃষ্টি ফোটায় রহম ঝরে জুময়াবারের দিনে
আসুন সবাই মাসজিদে যাই বেহেস্ত নেই কিনে

বরকতেরই রহম বিলায় আলোর হাসির মতো
আরাফাতের মিলন মেলা ডাকছে অবিরত
সাপ্তাহিকী হজের সওয়াব লুটাবো এই দিনে

জুমআ মানে গুণাহ মাফের ক্ষণ
খুতবাহ শুনে দিনের পথে যায় এগিয়ে মন

খুতবা শুরু হওয়ার আগেই হাজির হওয়া চাই
খুতবা শুরুর পরে গেলে বাড়তি সওয়াব নাই
ঈদের মতো খুশির ঝিলিক ছড়াবো এই দিনে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads