প্রকাশিত হলো সাইমুম শিল্পীগোষ্ঠীর প্রতিবাদী গান | তাকবীর | সাইমুম বার্তা



সাইমুমের প্রতিবাদী গান | তাকবীর | TAKBIR | ALLAHU AKBAR | আল্লাহু আকবার | SAIMUM NEW SONG | সাইমুম

তাকবীর | TAKBIR কথাঃ ইমাম সাদিক আদনান সুরঃ রাআদ ইজামা ------------------------------------- ******** লিরিক্স ******** লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার || যে ধ্বনি দাঁড়ায় শত হায়েনার সামনে সিংহী হয়ে যে ধ্বনি তাড়ায় গেরুয়া শ্বাপদ আল্লাহর নাম লয়ে যে ধ্বনি হৃদয়ে হিমালয় হয়ে জেগে ওঠে অনিবার যে ধ্বনি গৌড় প্রাসাদ পুড়ায়ে করে দেয় ছারখার || যে ধ্বনি এনেছে বখতিয়ারের লক্ষণবধ স্মৃতি যে ধ্বনি দিয়েছে টিপুর অমাঘ অক্ষয় শেষকৃতি যে ধ্বনিতে বিন কাসিমের হাতে লুটায় দাহিররাজ, যে ধ্বনি আনে বদরের তেজ এই হৃদে বারবার আমরা এখনো রয়েছি জেগে সাহসিয়া পদাতিক ভেবো না ভীতু অক্ষম দীল মেঘ দেখে সাময়িক, সজোরে হাঁকো সেই তাকবীর গগনবিদারী তেজ, দেখো পালাবে দাঁতাল নেকড়ে গুটায়ে আপন লেজ! যে ধ্বনি জাগায় হাজারো শহীদ, সূর্য সোনালী দিন, যে ধ্বনি আবার করবে আযাদ, কাশ্মীর ফিলিস্তিন যে ধ্বনি ছড়াবে সবুজ বদ্বীপে নয়া জমানার ঢেউ সে ধ্বনি মোদের কলিজা বিদারী আল্লাহু আকবার!



Post a Comment

নবীনতর পূর্বতন

Ads

Ads