সাইমুম
শিল্পীগোষ্ঠী নিয়মিত পরিবেশনার পাশাপাশি বিভিন্ন দিবস উৎসব নিয়ে গান পরিবেশনা করে থাকে। সেই ধারাবাহিকতায় গত ২০২২ সালের ঈদুল আযহা উপলক্ষে প্রকাশিত হয় সাইমুমের ঈদ স্পেশাল গান "আমাদের কুরবানী" গানটির কথা সাজিয়েছে প্রখ্যাত গীতিকার আবু তাহের বেলাল এবং সুর করেছে লন্ডনে অবস্থানরত সুরকার ও শিল্পী জাহিদুল ইসলাম। গানটির ভিডিও নির্দেশনায় ছিলেন জনপ্রিয় ভিডিও নির্দেশক এইচ আল হাদী। গানটি প্রকাশিত হয়েছে সাইমুম শিল্পীগোষ্ঠীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
আমাদের
কুরবানী নিবেদিত হোক
শুধু
এক আল্লাহর জন্য,
বিনিময়ে
আজ তার
প্রিয়তম
বলে
হতে
যেন পারি ওগো গণ্য।।
একসাথে
চলা পাশাপাশি,
আমাদের
হাসিগান সুরতাল লয়
সব
যেন তার ধ্যানে সুরভিত
হয়।
পুলকিত
হয় যেন এই মন
হয়
যেন এ জীবন
সুশোভিত
ধন্য।।
গোশতের
কণাটুকু চায় না তো
রব
সিনাছাতী
কলিজাও থেকে যায় সব,
ভাগাভাগি
নিয়ে তবু কতো হইচই-
বুকেবুকে
জমে থাকে ঘৃণা অনুভব।
পথেপথে
বৃথা ফালাফালি,
সবকিছু
অনাহূত আঁধারের ঘুন
বিবেকের
আলোটুকু করে যেন খুন।
পৃথিবীর
মোহে যতো করি ভুল
ফুল
হোক ভুলগুলো
চাই
নাতো অন্য।।
কথা:
আবু তাহের বেলাল
সুর:
জাহিদুল ইসলাম
একটি মন্তব্য পোস্ট করুন